মোবাইল

Helio 90 স্পেসিফিকেশন, এর দাম ও পর্যালোচনা

Helio 90 স্পেসিফিকেশন, এর দাম ও পর্যালোচনা

এডিসন গ্রুপের প্রিমিয়াম হ্যান্ডসেট ব্র্যান্ড ‘হেলিও’ তাঁদের স্মার্টফোন লাইনআপে আজ (০৩ অক্টোবর) উদ্বোধন করল নতুন স্মার্টফোন ‘হেলিও-৯০’। ১৯ হাজার ৯৯৯ টাকার এই স্মার্টফোনটিতে রয়েছে বর্তমান বাজার দর অনুযায়ী তুলনামূলক অত্যাধুনিক ফিচার। ‘হেলিও-৯০’ সম্পর্কে এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ বলেন, ‘এডিসন গ্রুপ সব সময় চেষ্টা করে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে উন্নত প্রযুক্তির হ্যান্ডসেট সরবরাহ করার জন্য। হেলিও-৯০ এমনই প্রচেষ্টার ফসল।’

এতে আছে লেটেস্ট অ্যান্ড্রয়েড-১৪ অপারেটিং সিস্টেম। ফলে ব্যবহারকারীরা পাবেন গুগলের সব অত্যাধুনিক ফিচার এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেইস। এ ছাড়া অ্যান্ড্রয়েড-১৪-তে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন হাই পারফরম্যান্স, অ্যাপ ওপেনিং এবং অত্যাধুনিক কাস্টমাইজেশন অপশন।

হেলিও-৯০ স্মার্টফোনটিতে আছে ৬.৭ ইঞ্চি ১২০ হার্জের ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে। এক্সট্রা প্রোটেকশন হিসেবে আছে কর্নিং গরিলা গ্লাস-৫। এ ছাড়া আছে ইনডিসপ্লে ফিংগার প্রিন্ট সেন্সর। কন্টেন্ট স্ট্রিমিং, গেমিং বা দৈনন্দিন কাজে এই ডিসপ্লেটি ব্যবহারকারীকে দেবে অসাধারণ ভিজুয়াল এক্সপেরিয়েন্স।

চিপসেট হিসেবে এ হ্যান্ডসেটটিতে আছে মিডিয়াটেকের গেমিং চিপসেট-৬ ন্যানোমিটার হেলিও-জি৯৯ এবং প্রসেসরে আছে বিদ্যুৎগতির ২.২ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর। এই ডায়নামিক ডুও ব্যবহারকারীকে দেবে মাল্টিটাস্কিং, স্মুথ অ্যাপ ট্রানজিশন এবং ভারী গেমস খেলার সুপার ফাস্ট ইউজার অভিজ্ঞতা। এতে আছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইউএমসিপি-৫ (UMCP5) টাইপ ইন্টারনাল স্টোরেজ। যা দিয়ে স্টোর করা যাবে অনেক অ্যাপ্লিকেশন, ছবি বা ভিডিও। ইউএমসিপি-৫  (UMCP5) মেমোরি প্রযুক্তি থাকার কারণে ডেটা ট্রান্সফার হবে অনেক দ্রুত। এ ছাড়া এক্সটার্নাল মেমোরি কার্ডের মাধ্যমে ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত।

ফটোগ্রাফিপ্রেমীদের জন্য হেলিও-৯০ নিয়ে এসেছে ৬৪ মেগাপিক্সেলের এআইচালিত প্রাইমারি ক্যামেরা। যার সঙ্গে অটো-ফোকাস এবং এফ/১.৮ (f/1.8) অ্যাপারচার রয়েছে, যা স্বল্প আলোতেও উজ্জ্বল এবং ভালো মানের ছবি তুলতে সক্ষম। এ ছাড়া সঙ্গে রয়েছে একটি টু মেগাপিক্সেল মাইক্রোলেন্স, যা ব্যবহারকারীদের তোলা ছবির সূক্ষ্ম ডিটেইলস সহজেই ক্যাপচার করতে সক্ষম। ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাসহ ফেস ফোকাস ফিচারটির কারণে ব্যবহারকারীর সেলফিগুলো হবে নিখুঁত এবং ভিডিও কল হবে অত্যন্ত মসৃণ। যা সোশ্যাল মিডিয়াপ্রেমীদের জন্য একটি অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য।

হেলিও-৯০-তে রয়েছে পাঁচ হাজার মিলিয়ামপেয়ার-আওয়ারস (৫০০০mAh) লি-পলিমার ব্যাটারি। যা সারা দিন ধরে নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করা যাবে। ব্যবহারকারী যা-ই করুক না কেন, এ ব্যাটারি ব্যবহারকারীর লাইফস্টাইলের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম। এ ছাড়া চার্জিংয়ের ক্ষেত্রে ৩৩ ওয়াট ফাস্ট চার্জার দ্রুত চার্জিং নিশ্চিত করবে।

হেলিও-৯০ ফোনটি ফোর জি/থ্রি জি/টু জি, ওয়াইফাই, জিপিএস-এজিপিএস, বেডুও(BeiDou)/গ্লোনাস(GLONASS)/গ্যালিলিও(Galileo) এবং ওটিজি (OTG) ব্যবহার করার মতো ডিজাইন করা হয়েছে। যা ব্যবহারকারীর যেকোনো প্রয়োজন মেটাতে সক্ষম। যখন নিরাপত্তার কথা আসে, ইন-ডিসপ্লে ফিংগার প্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দ্রুত এবং নিরাপদে ব্যবহারকারীর ডিভাইসে অ্যাকসেস নিশ্চিত করে। এ ছাড়া জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সরের পাশাপাশি জাইরোস্কোপ সেন্সর এবং ম্যাগনেটিক সেন্সরও আছে এই হ্যান্ডসেটটিতে। তা ছাড়া এ হ্যান্ডসেটটিতে আরও কিছু স্পেশাল ফিচার আছে। যেমন ডুয়েল ক্যামেরা মোড, অ্যান্টি থেফট অ্যালার্ম, এজ লাইটিং মোড, নয়েজ ক্যানসেলেশন ইত্যাদি।

অবিশ্বাস্য ফিচার এবং প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে তিনটি চমৎকার রঙের অপশন-স্পেস ব্ল্যাক, থান্ডার হোয়াইট এবং কসমিক গোল্ডসহ হেলিও-৯০ ব্যবহারকারীর দৈনন্দিন জীবনে এনে দেবে সৌন্দর্য ও নান্দনিকতা। স্লিম ডিজাইন এবং উজ্জ্বল রংসহ এ স্মার্টফোনটি কেবল অসাধারণ পারফরম্যান্সই দেয় না, এটা দেখতে যেমন দৃষ্টিনন্দন, হাতে নিলেও দেবে প্রিমিয়াম অনুভূতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button