গ্যাজেটস এন্ড ডিভাইস

বাজারে এসেছে স্মার্টওয়াচ রেডমি ওয়াচ ৫ লাইট | Redmi Watch 5 lite

বাজারে এসেছে স্মার্টওয়াচ রেডমি ওয়াচ ৫ লাইট | Redmi Watch 5 lite

স্মার্টওয়াচ এখন সবচেয়ে জনপ্রিয় একটি গ্যাজেট। সব বয়সীরাই ব্যবহার করছেন গ্যাজেটটি। এবার শাওমির সাব-ব্র্যান্ড রেডমি আনছে নতুন স্মার্টওয়াচ। রেডমি ওয়াচ ৫ লাইট আসছে অসংখ্য গুরুত্বপূর্ণ ফিচারসহ। এটি একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ বৃষ্টিতে ভিজলে কিংবা সাঁতার কাটলেও নষ্ট হবে না রেডমি ওয়াচ ৫ লাইট স্মার্টওয়াচ।

এই স্মার্টওয়াচে থাকতে চলেছে ১.৯৬ ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন। একটি চৌকো আকৃতির ডিসপ্লে থাকতে চলেছে এই স্মার্টওয়াচে। থাকবে জিপিএস ফিচার। অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচের স্ক্রিনে। রেডমির এই স্মার্টওয়াচের ডানদিকের সাইডের অংশে একটি ফাংশনাল বাটন রয়েছে। ইনবিল্ট জিপিএস কানেক্টিভিটি রয়েছে এই স্মার্টওয়াচে।

ইউজাররা পাবেন পাম টাচ সাপোর্ট যার সাহায্যে স্লিপ ফিচার অ্যাকসেস করা যাবে। পাশাপাশি থাকবে ব্লুটুথ কলিং পরিষেবাও। ফলে ফোন এবং স্মার্টওয়াচ সংযুক্ত থাকলে ফোনে কল এলে কথা বলার জন্য ফোন ব্যবহার না করলেও হবে, স্মার্টওয়াচের সাহায্যেই ফোনে কথা বলা যাবে। ভয়েস অ্যাসিসট্যান্ট অ্যালেক্সার সাপোর্ট থাকবে রেডমির আসন্ন স্মার্টওয়াচে।

শাওমির হাইপারওএস ইন্টারফেসের সাহায্যে পরিচালিত হবে এই স্মার্টওয়াচ। ১৫০-র বেশি স্পোর্টস মোড ও ২০০- র বেশি ওয়াচ ফেসের সুবিধা পাবেন এই ওয়াচে। সেই সঙ্গে হার্ট রেট অর্থাৎ হৃদস্পন্দন এবং ব্লাড অক্সিজেন স্যাচুরেশন রেট অর্থাৎ SpO2 পরিমাপ করা যাবে এই স্মার্টওয়াচের সাহায্যে।

এছাড়াও এই স্মার্টওয়াচ একটি 5ATM ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ পানিতে সহজে নষ্ট হবে না রেডমি ওয়াচ ৫ লাইট স্মার্টওয়াচ। একবার পুরো চার্জ দিলে এই স্মার্টওয়াচ ১৮ দিন পর্যন্ত চালু থাকবে বলে জানিয়েছে রেডমি সংস্থা।

কালো ও বেজ-এই দুই রঙে আসতে চলেছে রেডমি ওয়াচ ৫ লাইট মডেল। এখনও রেডমির এই স্মার্টওয়াচের দাম সম্পর্কে কিছু জানা যায়নি। খুব শিগগির বাজারে আসতে পারে এই স্মার্টওয়াচটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button