বাজারে এসেছে রেডমি নোট ১৪ প্রো | Redmi Note 14 Pro
বাজারে এসেছে রেডমি নোট ১৪ প্রো | Redmi Note 14 Pro
চীনা প্রযুক্তি কোম্পানি শাওমির সাব-ব্র্যান্ড রেডমির নোট ১৪ সিরিজের স্মার্টফোন চলতি মাসে উন্মোচন করা হতে পারে বলে প্রযুক্তি দুনিয়ায় আলোচনা চলছে। এর আগে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার হাতে নতুন তথ্য এসেছে। তারা আইএমইআই ডাটাবেজে রেডমি নোট ১৪ প্রো ফাইভ-জি মডেলের স্মার্টফোনের তথ্য পেয়েছে। অর্থাৎ মডেলটিও বাজারে আসছে।
সেপ্টেম্বরের শুরুর দিকে গিজমোচায়না জানতে পারে, রেডমি নোট ১৪ ফাইভ-জি বাজারে আসবে। এখন রেডমি নোট ১৪ প্রো ফাইভ-জি মডেল সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। মডেলটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৭এস জেন-৩ (এসএম৭৬৩৫) প্রসেসর। এর আগের সংস্করণ অর্থাৎ রেডমি নোট ১৩ প্রো ফাইভ-জি মডেলে ব্যবহার করা হয়েছিল স্ন্যাপড্রাগন ৭এস জেন-২ প্রসেসর, যেটি স্যামসাং তৈরি করেছিল। ৭এস জেন-৩ প্রসেসরটি তৈরি করছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)।
গিজমোচায়নার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ আগে রেডমি নোট ১৪ প্রো ফাইভ-জি মডেলটি থ্রি-সি সার্টিফিকেশন পাস করার বিষয়ে জানা যায়। এর অর্থ দাঁড়ায় স্মার্টফোনটি ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকবে। কিন্তু আগের সংস্করণে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা ছিল।
এদিকে রেডমি নোট ১৪ ফাইভ-জি মডেলে ৪৫ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সুবিধা থাকবে। এক্ষেত্রে উন্নতি হয়েছে বলা যায়। কারণ আগের সংস্করণ অর্থাৎ রেডমি নোট ১৩ ফাইভ-জি মডেলে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। রেডমি নোট ১৪ সিরিজ নিয়ে বেশ আগ্রহ ও আলোচনা দেখা গেছে প্রযুক্তি দুনিয়ায়। গিজমোচায়না বলছে, এ মাসের শেষ নাগাদ স্মার্টফোনগুলো উন্মোচন করা হতে পারে।