টিপস আ্যন্ড ট্রিকস

টেলিটক নিয়ে এলো Gen-Z সিম বা জেন-জি

টেলিটক নিয়ে এলো Gen-Z সিম বা জেন-জি

“জেন-জি” নামে নতুন সিম প্যাকেজ এনেছে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক বাংলাদেশ। যাদের জন্ম ১৯৯৭ সাল থেকে ২০১২ এর মধ্যে এবং যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে কেবলমাত্র তারাই এই প্যাকেজের সিম গ্রহণ করতে পারবেন। একইসঙ্গে সিম কেনার পর বায়োমেট্রিক ভেরিফিকেশন হয়ে সিম অ্যাক্টিভ (চালু) হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহক পাবেন প্রি-লোডেট ব্যালেন্স, এসএমএস এবং ইন্টারনেট ডাটা।

টেলিটকের পক্ষ থেকে এই “জেন-জি” প্যাকেজ সম্পর্কে বলা হয়েছে, “জেনারেশন জেড” এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে “জেন-জি”। এর মাধ্যমে সেই প্রজন্মকে বুঝায়, যারা বর্তমান যুগের ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর। এরা প্রযুক্তি ব্যবহার, উদ্ভাবনী চিন্তা ও নতুন ধারণা গ্রহণ করার ক্ষমতা রাখেন। বাংলাদেশে জেনারেশন জেড প্রজন্মের তরুণরা ডিজিটাল যুগের সাথে খাপ খাইয়ে নতুনত্ব এবং সামাজিক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই বাংলাদেশের জেনারেশন জেডকে একটি উদ্ভাবনী, প্রযুক্তিপ্রেমী এবং সামাজিকভাবে সচেতন প্রজন্ম হিসেবে তৈরি করতে টেলিটক জেন-জি প্যাকেজ বাজারে এনেছে।

টেলিটক Gen-Z সিম বা জেন-জি প্যাকেজের সুবিধা

অন্যান্য মডালিটিঃ 

ক) নতুন গ্রাহক যাদের DOB/জন্ম ১৯৯৭ হেকে ২০১২ এর মধ্যে এবং যাদের NID আছে শুধু তারাই এই প্যকেজের সিম গ্রহণ করতে পারবে।

খ) জেন-জি (Gen-Z) নতুন গ্রাহক শুধুমাত্র টেলিটক কাষ্টমার কেয়ার থেকে সিম ক্রয় করে, *১১১# ডায়াল করবেন অথবা মাই টেলিটক অ্যাপ (My teletalk app) ডাউনলোড করবেন, অতঃপর রেজিষ্ট্রেশন করার মাধ্যমে উক্ত প্যাকেজের জন্য প্রযোজ্য অফারসমূহ উপভোগ করতে পারবে।

গ) বিদ্যমান গ্রাহক যাদের জন্ম ১৯৯৭ হেকে ২০১২ এর মধ্যে উক্ত গ্রাহক,  *১১১# ডায়াল করে অথবা মাই টেলিটক অ্যাপের ব্যানারে ক্লিক করে শুধু প্রমোশনাল অফার যেমনঃ স্পেশাল ডাটা অফার, বান্ডল অফার ও আনলিমিটেড মেয়াদে ডাটা অফার গ্রহণ করতে পারবে।

ঘ) বিদ্যমান প্যাকেজ থেকে জেন-জি প্যাকেজে মাইগ্রেশন প্রযোজ্য হবে না। অথ্যার্ৎ বিদ্যমান গ্রাহক যাদের জন্ম ১৯৯৭ হেকে ২০১২ এর মধ্যে উক্ত গ্রাহক উল্লিখিত অফারসমূহ উপভোগ করতে পারবে কিন্তু ডিফল্ট প্যাকেজ ট্যারিফ অপরিবর্তিত থাকবে। অধিকন্তু, প্লাগ এবং প্লে অফারও উক্ত গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে না।

ঙ) নতুন গ্রাহক যাদের জন্ম ১৯৯৭ হেকে ২০১২ এর মধ্যে তারা একটি NID এর বিপরীতে একটি সিম গ্রহণ করতে পারবে। তবে যদি উক্ত গ্রাহকের NID-তে ইতোপূর্বে টেলিটক সিম থাকে সেক্ষেত্রে গ্রাহক,  *১১১# ডায়াল করে অথবা মাই টেলিটক অ্যাপের ব্যানারে ক্লিক করার মাধ্যমে জেন-জি প্যাকেজের প্রমোশনাল অফারসমূহ উপভোগ করতে পারবে।

চ) জেন-জি নতুন গ্রাহক ১২ মাসের জন্য ফ্রি Alljobs Premium Membership সুবিধা উপভোগ করতে পারবে। ফ্রি Premium Membership সুবিধা গ্রহণ করার জন্য গ্রাহককে অবশ্যই জেন-জি নম্বর দিয়ে alljobs.teletalk.com.bd এই address এ রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করার ৭২ ঘন্টার মধ্যে ফ্রি সেবাটি চালু হবে।

ছ) ফ্রি Alljobs Premium Membership সুবিধা উপভোগ করার জন্য গ্রাহককে অবশ্যই ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখের মধ্যে alljobs.teletalk.com.bd এই address এ রেজিষ্ট্রেশন করতে হবে। উক্ত তারিখের মধ্যে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন না করলে ফ্রি সুবিধাটি প্রযোজ্য হবে না এবং একটি নম্বর থেকে গ্রাহক একবারই উক্ত সুবিধা উপভোগ করতে পারবে।

জ) ডিফল্ট ট্যারিফে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ প্রযোজ্য হবে তবে প্রমোশনাল অফার যেমনঃ স্পেশাল ডাটা  অফার, বান্ডল অফার, আনলিমিটেড মেয়াদে ডাটা অফার ইত্যাদি অফারে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ অন্তভূর্ক্ত রয়েছে।

১)প্যাকেজের নাম ও মূল্যঃ

প্যাকেজের নাম :

জেন-জি

প্রথম ৩০ দিনের জন্য প্রমোশনাল মূল্য হিসেবে প্যাকেজ মূল্য হবে ১০০=/। গ্রাহক সাড়া বিবেচনা করে উক্ত অফারমূল্যের সময়সীমা হ্রাস/বৃদ্ধি হতে পারে।

প্যাকেজ মূল্য :

১৫০.০০

 

২) প্লাগ & প্লে অফারঃ 

বায়োমেট্রিক ভেরিফিকেশন হয়ে সিম অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে গ্রাহক পাবে-

অফার

শর্তাবলি

প্যাকেজ মূল্য : ১৫০ টাকা

প্রি-লোডেড ব্যালেন্স : ৫ টাকা; মেয়াদ: ১৫ দিন

ফ্রি ডাটা : ১ জিবি; মেয়াদ ৭ দিন

ফ্রি এসএমএস : ১০০; মেয়াদ ৭ দিন

অফারটি শুধু নতুন গ্রাহককের জন্য প্রযোজ্য এবং লাইফ টাইমে একবার।

ফ্রি এসএমএস যেকোন লোকাল অপারেটরে ব্যবহার করা যাবে।

 

৩) ডিফল্ট ট্যারিফঃ 

ডিফল্ট ট্যারিফ :

৫০ পয়সা/মিনিট

এসএমএস ট্যারিফ :

বাংলাঃ ২৫ পয়সা ইংরেজিঃ ৪০ পয়সা।

পালস্ :

১ সেকেন্ড

পে-পার-ইউজ :

১ টাকা/MB (Up to Tk 5.00)

 

৪) বান্ডল ও ডাটা অফারঃ 

 নং

অফার

মূল্য (টাকা)

মেয়াদ

২৫ জিবি

৳২৮৩

আনলিমিটেড

২৪ মিনিট+ ১০ এসএমএস

৳১৮

৩৬৫ দিন

৫) স্পেশাল ডাটা অফারঃ 

 নং

ভলিউম

মূল্য

মেয়াদ

শর্তাবলি

২ জিবি

৳১৭

৭ দিন

৭ দিনে একবার, মাসে সর্বোচ্চ ৪ বার।

১ জিবি

৳২১

৩০ দিন

৫ জিবি

৳৪৭

৭ দিন

প্রথম ৩০ দিন গ্রাহক ৫ জিবির সাথে বোনাস

১ জিবি সহ মোট ৬ জিবি পাবে।

১০ জিবি

৳৭১

৭ দিন

৬) Alljobs প্রিমিয়াম সদস্যতা ‍সাবস্ক্রিপশন:

Alljobs Premium Membership

১২ মাসের জন্য ফ্রি! এই সেবাটি শুধু নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য।

অনলাইন এTeletalk GEN-Z SIM Online Registration

প্রি-রেজিস্ট্রশন এর জন্য (“জেন-জি” সিম ক্রয় করার জন্য) অনুগ্রহ করে এখানে ক্লিক করুন: https://sim.teletalk.com.bd:8443/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button