টিপস আ্যন্ড ট্রিকস

কিভাবে ফেসবুকের সকল পোস্ট ডাউনলোড করবেন?

কিভাবে ফেসবুকের সকল পোস্ট ডাউনলোড করবেন?

ফেসবুকের সব পোস্ট একেবারে ডাউনলোড করার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। নিজের অ্যাকাউন্টটি একেবারে বন্ধ করে দিতে চাইলে বা সব স্মৃতির একটি ব্যাকআপ রাখতে চাইলেও সব পোস্ট একেবারে ডাউনলোড করতে চায় অনেকেই। ফেসবুকের নিজস্ব টুলস ব্যবহার করে সহজেই সব পোস্ট ফাইল আকারে এক জায়গায় ডাউনলোড করা সম্ভব।

সব পোস্ট ডাউনলোড করার প্রক্রিয়া সহজ করে দিয়েছে ফেসবুক। প্রতিটি পোস্ট একেবারেই ডাউনলোড করা যায়।

সব পোস্ট একেবার ডাউনলোড করবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।
২. ওপরে ডান পাশে প্রোফাইল পিকচারে ট্যাপ করুন।
৩. নিচের দিকে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন সিলেক্ট করুন।
৪. এখন ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার মেটার ‘অ্যাকাউন্ট সেন্টার’ সেকশনে ট্যাপ করুন।
৬. নিচের দিকে ‘ইউওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন’ অপশনে ট্যাপ করুন।
৭. পরের পেজে ‘ডাউনলোড ইওর ইনফরশেন’ অপশনে ট্যাপ করুন।
৮. এবার ‘ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন’ অপশনে ট্যাপ করুন।
৯. নতুন পেজে দুটি অপশন দেখা যাবে। ‘স্পেসিফিক টাইপস অব ইনফরমেশন’ নির্বাচন করুন।
১০. ফেসবুকের যেসব কনটেন্ট ডাউনলোড করা যাবে সেগুলোর তালিকা এই পেজে দেখা যাবে।
১১. এখন ‘পোস্টস’ অপশনের পাশের চেকবক্সে টিক দিন।
১২. এবার ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
১৩. পোস্ট সম্বলিত ফাইলটি কোথায় ডাউনলোড করতে চান তা নির্বাচন করুন। ফোনে ডাউনলোড করতে ‘ডাউনলোড টু ডিভাইস’ নির্বাচন করুন।
১৪. নতুন পেজে অনেকগুলো অপশন দেখা যাবে:
•ডেট রেঞ্জ: এই অপশন থেকে কয়দিনের পোস্ট ডাউনলোড করবেন তা নির্বাচন করতে পারবেন।
•ফরম্যাট: ফাইলটি কোন ফরম্যাটে ডাউনলোড করতে চান তা নির্বাচন করুন।
•মিডিয়া কোয়ালিটি: এই অপশন থেকে ফাইলের মিডিয়াগুলো ‘হাই’, ‘মিডিয়াম’ ও ‘লো’ কোন মানে ডাউনলোড হবে তা নির্বাচন করা যাবে।
১৫. প্রয়োজন অনুসারে অপশন নির্বাচনের পর ‘ক্রিয়েট ফাইলস’ বাটনে ট্যাপ করুন‍।
১৬. ডেটার আকার অনুযায়ী ফাইলটি তৈরি করতে সময় নেবে ফেসবুক। ফাইলটি ডাউনলোডের জন্য তৈরি হলে আপনার ফোনে নোটিফিকেশন আসবে।
১৭. এরপর ‘ডাউনলোড ইওর ইনফরমেশন’ পেজে আবার প্রবেশ করুন।
১৮. এখন পোস্টের ফাইলটির নিচে ‘ডাউনলোড’ বাটনে ট্যাপ করুন।

এভাবে ফোনে ফেসবুকের পোস্টগুলো ‘জিপ’ ফাইলে আকারে আপনার ফোনে ডাউনলোড করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button