টিপস আ্যন্ড ট্রিকস

কম্পিউটারে সহজে ফাইল খুঁজে পাওয়ার সহজ উপায়

কম্পিউটারে সহজে ফাইল খুঁজে পাওয়ার সহজ উপায়

কম্পিউটারের হার্ডড্রাইভে থাকে নিত্য প্রয়োজনীয় ফাইলের ছড়াছড়ি। অনেক বছরের অসংখ্য ফাইল জমানো থাকে সেখানে। এতে করে অনেক সময় জরুরি মুহুর্তে প্রয়োজনীয় ফাইলটি পেতে বেশ ঝামেলা হয়। কাজের ফাইলটি পেতে সময় ব্যয় হয় অনেক।

এ ঝামেলা থেকে ব্যবহারকারীদের মুক্তি দিতে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রয়েছে সার্চ অপশন। সার্চ থেকে কিভাবে সহজে প্রয়োজনীয় ফাইল খুঁজে পাওয়া যাবে তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।

ফোল্ডার থেকে কোনো কিছু খুঁজে পেতে এক্সপ্লোরারের ওপর দিকে ডান পাশের কোনার সার্চ বার ব্যবহার করা যায়। চাইলে কি বোডের্র Ctrl + F চেপেও দরকারি ফাইল খোঁজা যায়।

অ্যাপ্লিকেশন খুঁজতে সার্চের ঘরে গিয়ে type: application লিখলেই কম্পিউটারে থাকা সফটওয়্যারের ফাইলগুলো চলে আসবে।

পিডিএফ ফাইল খুঁজে পেতে type: pdf লিখলে পিডিএফ ফাইল এবং type: word লিখলে ওয়ার্ড ফাইল দেখাবে।

একইভাবে ইমেজ ফাইল খুঁজতে type: image লিখুন। তাহলে সব ছবির ফাইল দেখাবে।

এছাড়া সাইজ অনুযায়ীও ফাইল সার্চ করা যাবে এর জন্য size: লিখে তারপর প্রয়োজনীয় সাইজ উল্লেখ করলে তা দেখাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button