ওয়ানপ্লাস নর্ড সি 4 লাইট 5G | Oneplus nord Ce4 lite 5G
ওয়ানপ্লাস নর্ড সি 4 লাইট 5G | Oneplus nord Ce4 lite 5G
অবশেষে লঞ্চ হল ওয়ানপ্লাস নর্ড সিই 4 লাইট 5G স্মার্টফোন। নর্ড সিরিজের আরও এক বাজেট স্মার্টফোন। ঠাসা ফিচার নিয়ে হাজির হয়েছে এই হ্যান্ডসেট। কিনতে পারবেন 20 হাজার টাকার কমে। তিনটি আকর্ষণীয় রংয়ে লঞ্চ হয়েছে এই মোবাইল। পাবেন 5,500mAh ব্যাটারি এবং 80 ওয়াট ফাস্ট চার্জিং। আর কী ফিচার্স রয়েছে? জানুন।
দুরন্ত ফিচার্স নিয়ে বাজারে হাজির ওয়ানপ্লাস নর্ড সিই 4 লাইট 5G।
দাম রাখা হয়েছে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। 20 হাজার টাকার কমেই কেনা যাবে এই হ্যান্ডসেট। ফাটাফাটি চার্জিং, ব্যাটারি ক্যাপাসিটি এবং ক্যামেরা রয়েছে এই স্মার্টফোনে। সামনে মিলবে 16 মেগাপিক্সেল ক্যামেরা। ডিসপ্লে এবং প্রসেসরও রয়েছে নজরকাড়া। একনজরে ফোনের দাম ও ফিচার্স।
ওয়ানপ্লাস নর্ড সিই 4 লাইট 5G : দাম কত?
এই ফোনের ৮ জিবি + 256 জিবি। ফোনের দাম যথাক্রমে : ২৬৮০০ টাকা
ওয়ানপ্লাস নর্ড সিই 4 লাইট 5G : ফিচার্স
6.67 ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে রয়েছে ফোনে। সর্বোচ্চ 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 2100 নিটস ব্রাইটনেস পাওয়া যাবে স্মার্টফোনে। এতে পাবেন Qualcomm Snapdragon 695 প্রসেসর, যা সর্বোচ্চ 8 জিবি ব়্যাম সাপোর্ট করে। এতে 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ স্পেস মিলবে। যদিও এই স্টোরেজ মাইক্রো SD কার্ড দ্বারা বাড়াতে পারবেন।
ফোনে সফটওয়্যার রয়েছে অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম। পরবর্তী অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমও আপডেট করা যাবে। বরাবরের মতো এই ফোনে ক্যামেরাতে চমক দিয়েছে ওয়ানপ্লাস। ব্যাকে থাকছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেসন সাপোর্ট এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ফোনের সামনে পাবেন 16 মেগাপিক্সেল ক্যামেরা এবং ইলেক্ট্রনিক ইমেজ স্টেবিলাইজেসন ফিচার।
ক্যামেরার পাশাপাশি ব্যাটারিতেও চমক দিয়েছে ওয়ানপ্লাস। মিলবে 5,500mAh ব্যাটারি ক্যাপাসিটি এবং 80 ওয়াট SuperVOOC ফাস্ট চার্জিং। এই দামে খুব কম স্মার্টফোনেই এইরকম ফাস্ট চার্জিং ও ব্যাটারি ক্যাপাসিটি পাওয়া যায়। ওয়ানপ্লাস নর্ড সিই 4 লাইট 5G-তে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
কানেক্টিভিটির ক্ষেত্রে 5G/4G দুই সাপোর্টই পাওয়া যাবে। সঙ্গে মিলবে ব্লুটুথ 5.1, ওয়াইফাই 5, জিপিএস এবং USB টাইপ-সি চার্জিং পোর্ট। এই ফোনে IP54 রেটিং রয়েছে যা স্ক্র্যাচ এবং ধুলো-বালি থেকে ফোন রক্ষা করবে।