মোবাইল

ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস নতুন মাত্রা প্রিমিয়াম অনুভূতি

ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস নতুন মাত্রা প্রিমিয়াম অনুভূতি

সম্প্রতি বাজারে আসা ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস মিড বাজেটের স্মার্টফোনের বাজারে এক নতুন মাত্রা যোগ করেছে। স্লিম এন্ড কার্ভড ডিজাইন নিয়ে ফ্যাশন, শক্তি ও স্থায়িত্বের দারুণ সমন্বয়ে স্মার্টফোনটি ইনফিনিক্স হট সিরিজের ফোনগুলোর প্রতি গ্রাহকদের প্রত্যাশার মাত্রা বাড়িয়ে দিয়েছে।

স্টাইলিশ ডিজাইন
বিশ্বের সবচেয়ে স্লিম থ্রিডি কার্ভড ডিসপ্লে ও টাইটানউইং আর্কিটেকচার ডিজাইনের ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস প্রথম নজরেই মন কেড়ে নেয়। মেটাল ও মসৃণ ফিনিশের কারণে ফোনটিতে ব্যবহারের সময় আঙুলের কোনো দাগ পড়ে না। এমন বৈশিষ্ট্য থাকায় স্মার্টফোনটি হাতে নিলে প্রিমিয়াম অনুভূতি পাওয়া যায়।

টাইটানিয়াম গ্রে, ড্রিমি পার্পল ও স্লিক ব্ল্যাক- এই তিনটি আকর্ষণীয় রঙে ফোনটি পাওয়া যাচ্ছে। ফোনটি ওজনে মাত্র ১৬২ গ্রাম ও পুরুত্ব ৬.৮ মিমি হওয়ায় খুবই হালকা। ফলে দীর্ঘ সময় এক হাতে ব্যবহারেও আরামদায়ক অভিজ্ঞতা পাওয়া যায়।

চার্জিং প্রযুক্তি
৫০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারিসহ হট ৫০ প্রো প্লাস ফোনে রয়েছে ৩৩ ওয়াটের অ্যাডভান্সড ফাস্টচার্জ। বাইপাস চার্জিং ও ওভারনাইট প্রোটেকশন-এর মতো উদ্ভাবনী চার্জিং ফিচারগুলো ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব বাড়ানোর পাশাপাশি আধুনিক জীবনের চাহিদা পূরণ করে। ফলে ব্যবহারকারীরা সারাটা দিন নিশ্চিন্তে কাটাতে পারবেন।

শক্তিশালী পারফরম্যান্স
হট ৫০ প্রো প্লাস ফোনে রয়েছে শক্তিশালী হেলিও জি১০০ প্রসেসর, অক্টা-কোর সিপিইউ ও মালি জি-৫৭ জিপিইউ। এটি গেমিং ও মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে দ্রুত ও কার্যকর পারফরম্যান্সের নিশ্চয়তা দেয়। ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয় প্রচুর ছবি ও ভিডিও সংরক্ষণের সুবিধা।

স্থায়িত্ব
ডিভাইসটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও কর্নিং গরিলা গ্লাস, যা ফোনটিকে করে তুলেছে সুরক্ষিত, স্ক্র্যাচ প্রতিরোধী। ফলে ব্যবহারকারীরা পাবেন শক-প্রুফ অভিজ্ঞতা। আইপি৫৪ রেটিং থাকায় বডি ডাস্ট ও পানির ছিটা থেকে সুরক্ষিত রাখে। নিখুঁত স্পর্শ প্রযুক্তি থাকায় ফোনটি ভেজা বা তৈলাক্ত অবস্থাতেও ব্যবহার করা যাবে স্বচ্ছন্দ্যে। এছাড়াও ডিভাইসটিতে রয়েছে টিইউভি-এসইউডি সার্টিফিকেশন, যা চিন্তামুক্তভাবে ব্যবহারকারীকে দেবে পাঁচ বছর পর্যন্ত ল্যাগ-মুক্ত পারফরম্যান্স।

ক্যামেরা
হট ৫০ প্রো প্লাসে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ব্যাক ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। বিভিন্ন এআই-চালিত ফিচার যেমন- এআই নাইট মোড, এআই ফেস ডিটেকশন ও এআই ভয়েস ক্যাপচার ফটোগ্রাফির অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। এটি ব্যবহারকারীদের কনটেন্ট ক্রিয়েশন, প্রতিদিনের স্মৃতি ধরে রাখা ও প্রতিদিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করে।

সব মিলিয়ে, ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস এমন একটি ফোন যা গ্রাহকদের সাধ্যের ভেতরেই একটি প্রিমিয়াম, স্টাইলিশ ও টেকসই পারফরম্যান্স দেবে। স্টাইল, শক্তি ও সূক্ষ্মতার মিশেলে এই স্মার্টফোনটি এখন দেশের অফিসিয়াল রিটেইলারদের কাছে পাওয়া যাচ্ছে মাত্র ২৩,৯৯৯ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button