আসছে Tecno Spark 30C 5G থাকবে এআই যুক্ত ক্যামেরা
গ্লোবাল মার্কেটে টেকনো স্পার্ক ৩০সি ৫জি ফোন লঞ্চ হয়েছে ইতিমধ্যেই।
Tecno Spark 30C 5G: টেকনো স্পার্ক ৩০সি ৫জি ফোনে একটি ৪৮ মেগাপিক্সেলের সোনি কোম্পানির ক্যামেরা সেনসর থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে। গ্লোবাল মার্কেটে নির্দিষ্ট ভাবে ইতিমধ্যেই টেকনো সংস্থার এই ফোন লঞ্চ হয়েছে। গ্লোবাল ভ্যারিয়েন্টের ৬.৬৭ ইঞ্চির এলসিডি স্ক্রিন এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। টেকনো স্পার্ক ৩০সি ৫জি ফোন লঞ্চ হতে চলেছে দুটো রঙে। এছাড়াও জানা গিয়েছে এই ফোনে এআই ফিচার যুক্ত ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। ডিসপ্লের উপর থাকবে হোল পাঞ্চ ডিজাইন। সেখানে সাজানো থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। ভারতে এর আগেও টেকনো সংস্থার একাধিক ৫জি ফোন লঞ্চ হয়েছে। প্রায় সবকটিরই দাম বাজেটের মধ্যে ছিল। অনুমান টেকনো স্পার্ক ৩০সি ৫জি ফোনের দামও মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকবে। তবে এখনও কিছু জানা যায়নি স্পষ্টভাবে।
টেকনো স্পার্ক ৩০সি ৫জি ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে, অনুমান এই ফিচারই ভারতীয় ভ্যারিয়েন্টেও দেখা যাবে
-
- এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
-
- এই ফোন পরিচাইত হবে মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসরের সাহায্যে। এই প্রসেসরের সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে।
-
- ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ডুয়াল ফ্ল্যাশ রয়েছে।
-
- এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে নষ্ট হবে না সহজে। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
- টেকনো স্পার্ক ৩০ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে।
Launch |
Announced |
2024, September 09 |
Status |
Coming soon. Exp. release 2024, October |
Body |
Dimensions |
– |
Weight |
– |
Build |
Glass front, plastic back, plastic frame |
SIM |
Dual SIM (Nano-SIM, dual stand-by) |
|
IP54, dust and splash resistant |
Display |
Type |
IPS LCD, 120Hz |
Size |
6.67 inches, 107.4 cm2 |
Resolution |
720 x 1600 pixels, 20:9 ratio (~263 ppi density) |
Platform |
OS |
Android 14 |
Chipset |
Mediatek Helio G81 |
CPU |
Octa-core (2×2.0 GHz Cortex-A75 & 6×1.8 GHz Cortex-A55) |
GPU |
Mali-G52 MC2 |
Memory |
Card slot |
microSDXC |
Internal |
128GB 4GB RAM, 128GB 6GB RAM, 256GB 4GB RAM, 256GB 8GB RAM |
Main Camera |
Single |
50 MP, (wide), 1/2.8″, PDAF
Auxiliary lens |
Features |
LED flash, HDR |
Video |
1080p@30fps |
Features |
Sensors |
Fingerprint (side-mounted), accelerometer, compass |
Messaging |
SMS(threaded view), MMS, Email, Push Email, IM |
Browser |
HTML5 |
Misc |
Colors |
Orbit Black, Orbit White, Magic Skin 3.0 |
Models |
kl5, kl5n |
Price |
৳13,999/- |