টিপস আ্যন্ড ট্রিকস

আইফোনে সাইলেন্ট মোড চালু ও বন্ধ করার সহজ নিয়ম

আইফোনে সাইলেন্ট মোড চালু ও বন্ধ করার সহজ নিয়ম

আইফোনের সাইলেন্ট মোড নিয়ন্ত্রণ নির্ভর করে, নির্দিষ্ট আইফোনে রিং/সাইলেন্ট সুইচ রয়েছে নাকি অ্যাকশন বাটন।

আর এ দুটি বোতাম যদি কোনো কারণে কাজ না করে, তখনই বা কী করবেন? এ বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি সাইট হাও-টু গিক।

রিং/সাইলেন্ট সুইচ না অ্যাকশন বাটন?

এক সময় প্রায় সব আইফোনের পাশে একটি রিং/সাইলেন্ট সুইচ ছিল, যা ব্যবহার করে সহজেই সাইলেন্ট মোড অন অফ করা যায়। তবে, এটি ২০২৩ সালে কিছুটা বদলেছে যখন আইফোন ১৫ প্রো মডেলের সঙ্গে অ্যাপল অ্যাকশন বোতাম নিয়ে আসে। আর এখন তো আইফোন ১৬ সিরিজের সব ফোনেই রয়েছে এ বোতাম।

কেউ যদি না জানেন কোন মডেলের আইফোন রয়েছে, তবে ফোনের বাম দিকে ভলিউম বোতামের ওপরে দেখুন। সামনে পেছনে যেতে পারে এমন ছোট সুইচ থাকলে সেটি রিং/সাইলেন্ট সুইচ। আর সুইচের বদলে ছোট বোতাম থাকলে সেটি অ্যাকশন বোতাম।

অ্যাকশন বোতাম থাকলে

ডিফল্টভাবেই অ্যাকশন বোতাম সাইলেন্ট মোড নিয়ন্ত্রণ করার জন্যই সেট করা থাকে। ফলে, বোতামটি চেপে ধরে রাখলেই সাইলেন্ট মোড চালু বা বন্ধ করা যাবে।

আর এমনটি না হলে, অ্যাকশন বোতামের সেটিং পরিবর্তন করা হয়েছে। এটি আবার আগের সেটিংয়ে ফিরিয়েও নেওয়া যাবে। প্রথমে সেটিংস অ্যাপে যান এরপর ‘অ্যাকশন বোতাম’ অপশনে চাপুন, সেখান থেকে ‘সাইলেন্ট মোড’ অপশনে সোয়াইপ করলেই হয়ে যাবে।

কেউ অ্যাকশন বোতামের সেটিং পরিবর্তন না করতে চাইলে স্ক্রিনের ওপরে ডান কোণা থেকে নিচে সোয়াইপ করে কন্ট্রোল সেন্টার চালু করুন। এখানে ওয়াই-ফাই অপশনের নিচে সাইলেন্ট মোডের টগল দেখতে পাবেন।

যদি না থাকে, ওপরের বাম কোণায় প্লান বা ‘+’ চিহ্নে চেপে কন্ট্রোল সেন্টার কাস্টমাইজ করতে পারেন। প্লাস চেপে ‘অ্যাড এ কন্ট্রোল’ অপশন বেছে নিন, এরপর ‘সাইলেন্ট’ অপশনে চাপুন।

এর কোনোটিই কাজ না করলে, খুব সহজেই আইফোনের অ্যাসিস্ট্যান্ট সিরি-কে বলতে পারেন সাইলেন্ট মোড অন বা অফ করার জন্য।

আরও অপশন রয়েছে, যেমন সেটিংস অ্যাপ থেকে ‘সাউন্ড অ্যান্ড হ্যাপটিকস’ অপশনে গিয়ে ম্যানুয়ালি সাইলেন্ট মোডের টগল চালু বা বন্ধ করে নিতে পারেন।

রিং/সাইলেন্ট সুইচের বেলায়

আইফোনে অ্যাকশন বোতামের পরিবর্তে রিং/সাইলেন্ট সুইচ থাকলে, খুব সহজেই সেটি টগল করে রিং মোড ও সাইলেন্ট মোড চালু করতে পারেন।

সুইচটি পাল্টালে স্ক্রিনের ওপরে নোটিফিকেশনে দেখাবে ফোনটি কোন মোডে রয়েছে। আর সাধারণত, সুইচটি স্ক্রিনের দিকে ঠেলে দিলে ফোনে রিং মোড চালু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে হাও-টু গিক। ফোন সাইলেন্ট মোডে থাকলে একটি কমলা রঙের সংকেত দেখতে পারেন।

রিং/সাইলেন্ট সুইচ কাজ না করলে ওপরে দেওয়া অপশনগুলো ব্যবহার করতে পারেন। কন্ট্রোল সেন্টার বা সেটিংস অ্যাপ থেকে সাইলেন্ট মোড নিয়ন্ত্রণ করতে পারেন।

এ ছাড়া আরও একটি উপায় রয়েছে, আইফোনের অ্যাকসেসিবিলিটি সেটিংয়ে সাইলেন্ট মোড চালু বা বন্ধ করার সুযোগ রয়েছে। এটি চালু করতে, সেটিংস অ্যাপে যান, ‘অ্যাকসেসিবিলিটি’ অপশন বেছে নিন। এরপর নিচে স্ক্রন করে ‘টাচ’ অপশন বেছে নিন। সেখান থেকে ‘অ্যাসিসটিভ টাচ’ পৃষ্ঠাটি চালু করুন এবং ‘অ্যাসিস্টিভ টাচ’ অপশনের টগলটি চালু করে নিন।

এটি চালু করে দিলে আইফোন স্ক্রিনে একটি সাদা বৃত্তাকার মেনু ভেসে উঠবে। তার ওপর চাপ দিয়ে অ্যাসিস্টিভ টাচ মেনু চালু করুন। সেখান থেকে ‘ডিভাইস’ অপশনে যান, ‘আনমিউট’ বা ‘মিউট’ অপশনে চেপে সাইলেন্ট মোড নিয়ন্ত্রণ করতে পারবেন। মেনুর বাইরে, স্ক্রিনের যে কোনো জায়গায় চাপ দিলেই মেনু বন্ধ হয়ে যাবে।

এ মেনু বন্ধ করতে চাইলে, একইভাবে সেটিংস অ্যাপ থেকে অ্যাসিস্টিভ টাচ অপশনে গিয়ে টগলটি বন্ধ করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button